Skip to Content

অঞ্জনা প্রোডাকশনের ভবিষ্যতে বানিজ্যিক ছবি তৈরীর পরিকল্পনা রয়েছে

অঞ্জনা প্রোডাকশনের ভবিষ্যতে বানিজ্যিক ছবি তৈরীর পরিকল্পনা রয়েছে

Closed

অর্পিতা ঘোষ,কলকাতা : কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবছর ‘অঞ্জনা প্রোডাকশন’ নির্মিত ও কৌশিক দাস অভিনীত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘রিফ্রেকশন’ দেখানো হলো এমনটাই ১৫ নভেম্বর একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান ভারত ও অস্ট্রেলিয়ার অভিনেতা কৌশিক দাস। রিফ্রেকশন ছবিটি মূলত দ্বিভাষিক ১৮ মিনিটের,এই ছবিতে রাজনীতি-উদ্বাস্তু-র মতো স্পর্শকাতর বিষয়গুলো থাকলেও বড়ো হয়ে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়ার আদিম জনজাতির ভেতর মূল যোগসূত্র। স্বল্প দৈর্ঘ্যের এই ছবিতে ফিজিক্সের টান আছে এবং যাদু বিদ্যারও ছোঁয়া রয়েছে। রিফ্লেকশন ছবিটি ইতিমধ্যে India Internation film Festivel,ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সহ বিভিন্ন দেশের ফিল্ম ফেস্টিভ্যালে বেশ প্রশংসা পেয়েছে। এবছর ‘রিফ্লেকশন’ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম দিন চলচ্চিত্র শতবর্ষ ভবনে স্ক্রীনিং হওয়ায় অঞ্জনা প্রোডাকশনের সকলে বেশ খুশি। কৌশিক দাস অভিনীত পরবর্তী ছবি ‘সল্ট ব্রিজ’,যা অদূর ভবিষ্যতে সমগ্র দেশে একযোগে মুক্তি পেতে চলেছে। অঞ্জনা প্রোডাকশন’ নির্মিত ও কৌশিক দাস অভিনীত সল্ট ব্রিজ’ এ অভিনয় করছেন রাজীব খান্ডেলওয়াল এবং ঊষা যাদব এমনটাই আমাদের এক প্রশ্নের উত্তরে জানালেন অঞ্জনা প্রোডাকশনের নির্মাতা ও অভিনেতা কৌশিক দাস।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail
Previous
Next