Skip to Content

অবিশ্বাস্য – ২৪ ঘণ্টায় নয়, ১ দিন হবে ২৫ ঘণ্টায়!

অবিশ্বাস্য – ২৪ ঘণ্টায় নয়, ১ দিন হবে ২৫ ঘণ্টায়!

Closed

নি.এ.ডিজিটাল : সময়ের গতিকে জানা আমাদের বাঁচার জন্য অপরিহার্য, ঘড়ি আমাদের সময়ের স্টেশন, ঘড়ির মধ্যে সময়ের কাঁটা ঘোরে, আর ১, ২, ৩, ৪ লেখা স্টেশনগুলো পার হয়ে যায়।

সারাদিন সংসার, অফিস, বন্ধুবান্ধব- সব কাজ করে নিজের জন্য আর হাতে সময় থাকে না। কখনও তো সারাদিনে পুরোটা কুলিয়ে ওঠাই দায় হয়ে যায়। কিন্তু ভবিষ্যতে তার কিছুটা সুরাহা হয়তো মিলতে চলেছে। ২৪ ঘণ্টায় নয়, ১ দিন হবে ২৫ ঘণ্টায়!

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কলম্বিয়া ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসন-এর গবেষকরা এমন আশ্চর্য কথাই জানাচ্ছেন! তাঁরা বলছেন, একশো কোটি বছর আগে পৃথিবীতে দিনের মাপ ছিল মোটে ১৮ ঘণ্টা। ক্রমে সেই মাপ বেড়ে পৌঁছেছে ২৪ ঘণ্টায়।

ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসন-এর ভূবিজ্ঞানের অধ্যাপক স্টিফেন মেয়ার্সের বক্তব্য, যত সময় যাচ্ছে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। তাতেই প্রভাবিত হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। নিজের চারদিকে এক চক্কর মারতে বেশি সময় নিচ্ছে পৃথিবী। কাজেই দিন আরও লম্বা হয়ে যাচ্ছে। তার মতে, ভবিষ্যতে ২৫ ঘণ্টাতেই ১ দিন হতে চলেছে।

ভূবিজ্ঞানীরা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন। ন্যাশনাল আকাডেমি অব সায়েন্সেস-এ প্রকাশিত হওয়া মাত্রই সারা বিশ্বে চাঞ্চল্য ফেলে দিয়েছে এই গবেষণা।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail
Previous
Next