বাজারে আসছে ২০ টাকার কয়েন
নিউজ ডিজিটাল : সূত্রের খবর বাজারে নতুন কয়েন আনার উদ্যোগ নিল অর্থমন্ত্রক। ১০ টাকার পর এবার বাজারে আসছে ২০ টাকার কয়েন। বুধবার অর্থমন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে এমনটাই। নতুন এই কয়েনটি হবে ২৭ মিলিমিটারের। কয়েনটি গোল হলেও একাধিক সরলরেখায় ভাঙা থাকবে এর চারপাশ। মোট ১২টি ভূজ থাকবে কয়েনে।
বাজারে এখন এক, দুই, পাঁচ ও ১০ টাকার কয়েনের চল রয়েছে। এর মধ্যে ১০ টাকার কয়েন সবার শেষে বেরিয়েছে। ১০ বছর আগে ২০০৯ সালে বাজারে ১০ টাকার কয়েন আনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তবে এর ডিজাইন কেমন হবে, তা এখনও জানা যায়নি।






