Skip to Content

বিধ্বংসী আগুন মেডিক্যাল কলেজে, আতঙ্কে রোগীর পরিবার

বিধ্বংসী আগুন মেডিক্যাল কলেজে, আতঙ্কে রোগীর পরিবার

Closed

নিউজ ডিজিটাল : বুধবার ভোরবেলায় ভয়াবহ আগুনের কবলে পড়ে কলকাতা মেডিকেল কলেজ। মেডিকেল কলেজের এমসিএইচ বিল্ডিং-এ আগুন লেগেছে। সূত্রের খবর কলকাতা মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ে ওষুধের দোকান বা ফার্মাসিতে বিধ্বংসী আগুন৷ পুরো এমসিএইচ বিল্ডিং চত্বর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ওষুধের দোকানে আগুন লাগায় প্রচুর দাহ্য পদার্থ রয়েছে তাই আরও বাড়ছে আতঙ্ক।ইতিমধ্যেই হাসপাতাল চত্বের পৌঁছে গিয়েছে দমকলের দশটি ইঞ্জিন৷ জানা গিয়েছে, মেডিসিন ব্লক অর্থাৎ যেখানে ক্যানসার রোগীরা রয়েছেন তার কাছেই এই আগুন লেগেছে৷ তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেছেন দমকল কর্মীরা৷ রোগীদের বাইরে বের করে নিয়ে আসার চেষ্টা চলছে। কলকাতা মেডিকেল কলেজে অগ্নিকান্ডের ঘটনায় ৫ সদস্যের এক তদন্ত কমিটি গড়ল রাজ্য সরকার। এত বড়ো মাপের আগুন লাগার কারণ খতিয়ে দেখেত নির্দেশ দেওয়া হয়েছে এই তদন্ত কমিটিকে। একই সঙ্গে হাসপাতাল কতৃপক্ষের কোনও গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখবে এই পাঁচ সদস্যের কমিটি।
ছবি- প্রতীকি

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail
Previous
Next