হাওড়ায় শব্দবাজি, ডিজে রোধ প্রচার
ডিজিটাল ডেস্ক :হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশ কালীপুজোয় শব্দবাজি এবং ডিজে রোধে সচেতনতামূলক প্রচারে জোর দিল।এরসাথে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও।
এই সব এলাকা থেকে বহু মানুষ পুলিশের কাছে অভিযোগ করেন। তার পরিপ্রেক্ষিতে কালীপুজোর সময়েও যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য সচেষ্ট হয়েছে পুলিশ। সেই কারণে যে সব ক্লাব পুজোর জন্য পুলিশের কাছে অনুমতি নিতে আসছে, তাদের বোঝাচ্ছে এবং সতর্কও করে দিচ্ছেন পুলিশকর্তারা।
ইতিমধ্যেই গ্রামীণ হাওড়ার বিভিন্ন থানা এলাকা থেকে প্রচুর পরিমাণ শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, সবচেয়ে বেশি শব্দবাজি উদ্ধার করা হয়েছে শ্যামপুরে।একটি মুদিখানা দোকানে হানা দিয়ে কয়েকদিন আগে ২৭ হাজার শব্দবাজি উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এ ছাড়াও বাউড়িয়া, বাগনান, সাঁকরাইল থানা এলাকা থেকেও প্রচুর শব্দবাজি মিলেছে।
শব্দবাজির বিপদ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তাও দিচ্ছে পুলিশ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে থানায় থানায় করা হচ্ছে সচেতনতা শিবির। একই সঙ্গে ছোট ছেলেমেয়েদের নিয়ে স্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নির্বাচিত স্লোগানগুলি ছোট ছেলেমেয়েরাই সাঁটিয়ে দেবে পাড়ায় পাড়ায়।এরই পাশাপশি ডিজে এবং শব্দবাজির দাপট সচেতনতামূলক পোস্টার এবং ফেস্টুন নিয়ে শহর পরিক্রমা করা হবে বলে পুলিশ জানিয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি তাতে যোগ দেবে।
পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির আশা, এ ভাবে লাগাতার প্রচারে ডিজে এবং শব্দবাজির দাপট অনেকটাই রোধ করা যাবে।।






