Skip to Content

সিডনি টেস্টের দল ঘোষণা করল ভারত

সিডনি টেস্টের দল ঘোষণা করল ভারত

Closed

নিউজ ডিজিটাল : ১৩ জনের দল ঘোষণা করল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মেলবোর্নে টিম ইন্ডিয়ার জয়ের পিছনে বড় কৃতিত্ব দলের বোলারদের। ইসিডনিতেও তাই ভারতের বোলিং লান-আপের দিকেই নজর ক্রিকেট মহলের। কিন্তু এসসিজি-তে শেষ টেস্টে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হওয়ার আগে চিন্তার ভাঁজ শাস্ত্রী শিবিরে। রবিচন্দ্রন অশ্বিনের চোট। ফলে তিনি আদৌ খেলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে। টেস্টের দিন সকালেই সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত ১৩ জনের দলে রাখা হয়েছে অফ-স্পিনারকে।
১৩ জনের দলে রাখা হয়নি ইশান্ত শর্মাকে। তাঁর জায়গায় রাখা হয়েছে উমেশ যাদবকে। চতুর্থ টেস্টে নেই রোহিত শর্মা। স্ত্রী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সদ্য। তাই তৃতীয় টেস্ট খেলেই দেশে ফিরে এসেছেন তিনি। ফিরবেন ওয়ান ডে শুরুর আগে। এই মুহূর্তে ভারত চার ম্যাচের সিরিজে ২-১এ এগিয়ে রয়েছে।
ভারতীয় দলঃ  বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, লোকেশ রাহুল, ময়ঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারি, রেশভ পন্থ, রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, রবীচন্দ্রণ অশ্বীন, মহম্মদ সামি, যশপ্রীত বুমরাহ ও উমেশ যাদব।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail
Previous
Next