Skip to Content

বিশ্ববাংলা গেটে বসানো হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস-সহ ভূকম্পনের স্ক্যানার

বিশ্ববাংলা গেটে বসানো হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস-সহ ভূকম্পনের স্ক্যানার

Closed

নিউজ ডেস্ক : আবহাওয়ার পূর্বাভাস-সহ ভূকম্পনের আগাম খবর জানাবে এই অত্যানুধিক বিশেষ ধরনের ডিফ্লেকশন সেন্সর স্ক্যানার। নিউটাউনের বিশ্ববাংলা গেটে বসানো হবে এটি। এই সেন্সর নিয়মিত নজর রাখবে মাটির কম্পনের উপর।সূত্রের খবর, কখনও খুব বেশি সংখ্যক মানুষ গেটের কোনও এক জায়গায় জড়ো হয়ে গেলে কিংবা যানবাহন বা অন্য কোনও কম্পনের জেরে গেটে কোনও বিপদের আশঙ্কা দেখা দিলে সেটাও এই সেন্সর আগাম জানিয়ে দেবে। সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ করবেন করা হবে। বিশ্ববাংলা গেট পরিদর্শনে গিয়ে এ কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
এছাড়াও নিউটাউন কর্তৃপক্ষ(এনকেডিএ) সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার হালহকিকতের আগাম আন্দাজ পেতে একটি স্ক্যানার বসানো হয়েছে এই গেটে। যা ঝড়বৃষ্টির খবর যেমন দেবে তেমনই ভূকম্পনের তীব্রতা সংক্রান্ত খবরও দেবে। এমনকী, মেট্রোর কাজের সময় যে কম্পনের সৃষ্টি হয় তার খবরও ধরা পড়বে এই স্ক্যানারে। বিশ্ববাংলা গেটটিতে রয়েছে একটি ঝুলন্ত রেস্তরাঁরা রয়েছে। একসঙ্গে ১০০ মানুষ এই গেটে উঠে রেস্তরাঁয় বসতে পারবেন।
ছবি-প্রতীকি

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail
Previous
Next