কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা ভারতের
বি এন ই, ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে দেশকে সোনায় মুড়িয়ে দিলেন ভারতীয় শুটাররা।দিনের শুরুটা করেছিলেন এক ভারতীয় মহিলা শুটার। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে নেন পূজা ঘটকর। ফাইনালে অঞ্জুম মৌদগিলকে পিছনে ফেলে ২৪৯.৮ পয়েন্টে শেষ করে সোনা জেতেন তিনি। ২৪৮.৭ পয়েন্ট নিয়ে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় অঞ্জুমকে। পূজার জয়ের ধারাকেই বয়ে নিয়ে গেলেন ভারতীয় পুরুষ শুটাররা। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে অন্য দেশের শুটারদের ধারেই ঘেঁষতে দিলেন না ভারতীয়রা। তিনটি পদকই নিজেদের দখলে করলেন তাঁরা।






