Skip to Content

বারাসাতের আদিত্য একাডেমির “শ্যামা সন্মান ২০১৮”

বারাসাতের আদিত্য একাডেমির “শ্যামা সন্মান ২০১৮”

Closed

সঞ্জয় সেনগুপ্ত,বারাসাত :

১৮ নভেম্বর
বারাসাতের আদিত্য একাডেমি আয়োজিত “শ্যামা সন্মান ২০১৮”র পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হলো। এদিন সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোজ্ঞ অনুষ্ঠানে জেলার মোট ৮৪টি শ্যামাপুজো কমিটির উদ্যোক্তাদের বিশেষভাবে সন্মাননা জানানো হয়। শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ পরিবেশ, শ্রেষ্ঠ ভাবনা, ছোটদের চোখে শ্রেষ্ঠ পুজো ইত্যাদি বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পুজো কমিটির প্রতিনিধিদের হাতে পুষ্পস্তবক,মানপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটলেটিকো-কলকাতা দলের একঝাঁক তরুণ ফুটবলার,অভিনেতা সৌরভ দাস, অভিনেত্রী সোনাল মিশ্র,আদিত্য গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডেভিড সিম্পসন, চেয়ারম্যান অনির্বাণ আদিত্য, অভিভাবক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । ক্যাকটাস ব্যান্ডের গায়ক সিধুর অনবদ্য সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য কর্মীদের উষ্ণ আপ্যায়ন ও সহযোগিতা বিশেষভাবে প্রশংসার দাবী রাখে ।
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail
Previous
Next