India Real Estate এর দশম অর্ধবার্ষিকী প্রতিবেদন প্রকাশ সৌজন্যে নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়া

অর্পিতা ঘোষ,কলকাতা : ৯ জানুয়ারী নাইট ফ্র্যাঙ্ক ইন্ডিয়া কলকাতার গ্রেট ইস্টার্ন হোটেলে কলকাতা আবাসনের প্রতিচ্ছবি বিষয়ক India Real Estate এর অর্ধবার্ষিকীপ্রতিবেদন প্রকাশ করলো। GST বৃদ্ধিজনিত কারণে সম্প্রতি কলকাতার আবাসনের বিক্রি,দাম এবং কলকাতায় কিছু আবাসন সেগুলি অবিকৃত অবস্থায় বর্তমানে পড়ে আছে সেই সম্পর্কিত নানা তথ্য দশম অর্ধবার্ষিকী প্রতিবেদনে প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। নাইট ফ্র্যাঙ্ক ইন্ডিয়া কলকাতার ব্রাঞ্চ ডিরেক্টর স্বপন দত্ত এদিন India Real Estate এর দশম অর্ধবার্ষিকী প্রতিবেদন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কলকাতার আবসনজনিত ব্যবসার লাভ ও ক্ষতি বিষয়ক মূল্যবান তথ্য তুলে ধরেন। পাশাপাশি India Real Estate এর আগামী দিনের প্রজেক্ট ও অন্য পরিকল্পনা সম্পর্কে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়া কলকাতার ব্রাঞ্চ ডিরেক্টর ইস্ট স্বপন দত্ত,Diya Groves,Sachin Sinha সহ বিশিষ্টরা।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail