Skip to Content

শতবর্ষপূর্তি ও সামাজিক দায়বদ্ধতায় নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স কো: লি:

শতবর্ষপূর্তি ও সামাজিক দায়বদ্ধতায় নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স কো: লি:

Closed

 বি.এন.নি , বারাসাত : দি  নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স কো  : লি : এর  ( ভারত সরকারের একটি প্রতিষ্ঠান ) ১০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ও সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অঙ্গ হিসাবে কলকাতা আঞ্চলিক অফিসের উদ্যোগে ও সমাজ সেবী সংগঠন ভারতীয় জন সেবা মিশনের ব্যবস্থাপনায় ২৯ শে সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা বারাসাতে বৃক্ষরোপন কর্মসূচি সাফল্যের সাথে সম্পন্ন হল।  এদিন বারাসাতের দুটি জায়গায় বৃক্ষরোপন করা হয়।  প্রথমটি পঞ্চপল্লি প্রাথমিক বিদ্যালয়ে , এখানে পঞ্চপল্লি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও  শিশু শিক্ষার্থীরা দপ্তর ও মিশনের কর্মীদের সাথে এই কর্মসূচিতে অংশ নেয়।  দ্বিতীয়টি কিশলয় হোম সংলগ্ন এলাকাতে হয়।  দুটি জায়গাতে বিভিন্ন ফলের গাছ সহ ২০০ টির বেশি গাছ লাগানো হয়।  দুটি জায়গাতে  দপ্তরের ডিজিএম উপস্থিত ছিলেন।  তিনি তাঁর বক্তব্যে অনুষ্ঠানের উপযোগিতা সম্পর্কে বলেন ও এমন কাজ করার জন্য সকলকে উদ্বুদ্ধ  করেন।  দপ্তরের  উচ্চ পদস্থ আধিকারিক , কর্মীবৃন্দ , এস ডি এম এবং বারাসাত ডিভিশনের প্রায় সকল কর্মী ও মিশনের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা এই এই বৃক্ষরোপন অনুষ্ঠানে অংশ নেন। উত্তর ২৪ পরগনা নেহরু যুব কেন্দ্রর ( ভারত সরকার ) ইয়ুথ কোঅর্ডিনেটর ও হিসাবরক্ষক আমন্ত্রিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন। মিশনের  চেয়ারম্যান ও প্রজেক্ট এডমিনিস্ট্রেটর এমন উদ্যোগ নেবার জন্য নিউ ইন্ডিয়া কর্তৃপক্ষ , স্কুল , হোম কর্তৃপক্ষ ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটি কে ধন্যবাদ জানান। 

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail
Previous
Next