রিললাইফ ফিল্ম ফেস্টিভ্যাল
অনুষ্ঠিত হল ছোট ছবির খোঁজে ফিল্ম ফেস্টিভ
বাঙলী বারো মাসেে তেরো পার্বন চুটিয়ে উপভোগ করতে চায়।উত্সব শেষ কিণ্তু ঠিক পরের মাসে নন্দনে শুরু হচ্ছে চলচ্চিত্র উত্সব। শীতের মরশুমে সাংস্কৃতিক মেলবন্ধনে মোড়া দেশ বিদেশের পূর্ন দৈর্ঘ্যর সিনেমা নিয়ে হাজির আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। কিন্তু তার আগে ক্রিয়েজিওন প্রোডাকশন স্বল্প দৈর্ঘ্যের ২৩ টি ছবি নিয়ে আয়োজিত হল রিললাইফ ফিল্ম ফেস্টিভ্যাল। এ যেন এক অন্য চলচ্চিত্র প্রতিযোগিতা,ঠিক যুব বিশ্বকাপে যেমন নতুন তারকার জন্ম হয়েছে ক্রিয়েজিওন চায় নতুন পরিচালক ও আগামী অভিনেতা/অভিনেত্রীর জায়গা দেওয়ার জন্য এই প্ল্যাটফর্ম। তাই এই প্রোডাকশনের কর্নধার শুভজিত ঘোষ জানালেন আগামী দিনে তাদের কর্মকাণ্ড নিয়ে নিশব্দ বিপ্লবের পরিকল্পনা। ২৫ অক্টোবর শুধু ছোট ছবি নিয়ে প্রতিযোগিতা নয় পাশাপাশি সফল পরিচালক ও নব তারকাদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার। ছোট ছবিকে আরো কীভাবে জনপ্রিয় ও প্রচারিত করা যায় তার বার্তা দিলেন উপস্থিত নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন।






