Skip to Content

সিরিজে বাদ পড়লেন মহম্মদ সামি, দলে নতুন দুই পেসার

সিরিজে বাদ পড়লেন মহম্মদ সামি, দলে নতুন দুই পেসার

Closed

নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের বাদ পড়লেন মহম্মদ সামি। দলে আনা হয়েছে দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহকে। প্রথম দুটি ম্যাচে সামির পারফরম্যান্স আশানুরুপ নয়। গুয়াহাটিতে ১০ ওভারে ৮১ রানা দিয়েছেন সামি। দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে ৫৯ রান দিয়েছেন। উইকেট নিতেও ব্যর্থ তিনি। তাই তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে জানান দলের নির্বাচক মন্ডলী। প্রচুর রান দিয়েছেন উমেশ যাদবও। তবে দলে থেকে গিয়েছেন তিনি। চোটের কারণে বাইরে রয়েছেন শার্দুল। তার পরিবর্তেই উমেশকে দলে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। দলে রয়েছেন খলিল আমেদও।

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail
Previous
Next