Skip to Content

হিমঘরের চেম্বারে ফেটে গ্যাস লিক, আতঙ্ক ছড়ালো এলাকায়

হিমঘরের চেম্বারে ফেটে গ্যাস লিক, আতঙ্ক ছড়ালো এলাকায়

Closed

নিউজ ডিজিটাল : হিমঘরের চেম্বারে ফেটে গ্যাস লিক করেছে। বিশ্বকর্মা পুজোর দিন সকালে আতঙ্ক ছড়াল জলপাইগুড়ি শহরের উপকণ্ঠে হলদিবাড়ি মোড়ে। কোল্ড স্টোরেজের সিলিন্ডার ফেটে গ্যাস লিক করে আতঙ্ক ছড়ালো এলাকায়। সূত্রের খবর সোমবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগরের হলদিবাড়ি মোড় এলাকায়। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের শ্বাসকষ্ট এবং চোখ জ্বালা শুরু হয়। খবর পেয়ে জলপাইগুড়ি দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে। কীভাবে গ্যাস ছড়িয়ে পড়ল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।জলপাইগুড়ি শহর থেকে বেশ কিছুটা দূরে হলদিবাড়ি মোড়। সোমবার ভোরে সেখানকার একটি হিমঘরের গ্যাস চেম্বারটি ফেটে যায়। গলগল করে বেরতে শুরু করে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। তীব্র ও কটু গন্ধে ভরে ওঠে এলাকায়। ঘটনার সময়ে তিনতলায় ছিলেন হিমঘরের ম্যানেজার। তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।
ছবি : প্রতীকি

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail
Previous
Next