Skip to Content

কাঁথিতে ভাঙচুর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি, উত্তেজনা এলাকায়

কাঁথিতে ভাঙচুর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি, উত্তেজনা এলাকায়

Closed

নিউজ ডিজিটাল : কাঁথিতে দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুর। ঘটনাকে ঘিরে  তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে।  প্রায় ১৫ টি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে খবর।  কাঁথিতে ভাঙচুর করা হল দিলীপ ঘোষের গাড়ি। সূত্রের খবর দলীয় কোন্দলের অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতিরা এই ঘটনা ঘটিয়েছে। সোমবার বিজেপি-র বাইক মিছিল কাঁথি থানার সাতমাইল বাজার থেকে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের জনমঙ্গল সমিতি প্রেক্ষাগৃহে পৌঁছায়। সেখানে বিজেপি-র দলীয় বৈঠক ছিল। দিলীপ ঘোষ প্রেক্ষাগৃহে ঢোকার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকজনের মধ্যে শুরু হয় বচসা। ভাঙচুর করা হয় দিলীপ ঘোষের গাড়ি। ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার পুলিশ ও কমব্যাট ফোর্স। বেশ কয়েকটি বাইক ভাঙা হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
ছবি : প্রতীকি

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail
Previous
Next