যুব নেতৃত্ব ও গোষ্ঠী উন্নয়ণ প্রশিক্ষণ
বি এন ই , কলকাতা : ডিজিটাল ইন্ডিয়া নির্মাণের কাজে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে বারে বারে শোনা যাচ্ছে দেশের যুবক-যুবতিদের গুরুত্বদানের কথা। যুব শক্তির সার্বিক বিকাশের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রকের নেহরু যুব কেন্দ্র বছরের বিভিন্ন সময়ে আয়োজন করে থাকে যুব প্রশিক্ষণ শিবিরের।গত ১৬ ই অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত নেহরু যুব কেন্দ্রের দক্ষিণ কলকাতা শাখার উদ্যোগে কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে এন. এস. এস এর সহযোগিতায় আয়োজিত হল এমনই এক যুব প্রশিক্ষণ শিবির (Training on youth leadership and community development)। তিনদিনের এই শিবিরে যুবক – যুবতিদের যোগ- আসন, মোটিভেশন, কমিউনিকেশন এবং ব্যক্তিত্ব ও দক্ষতা বিকাশের উপর নানারকম প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও ডিজিটাল ইন্ডিয়া কিংবা বিভিন্ন সরকারী প্রকল্প সম্পর্কে ধারণা দেওয়া হয় শিক্ষার্থীদের। নেহরু যুব কেন্দ্র দক্ষিণ কলকাতা শাখার যুব আধিকারিক রঘুমণি চট্টোপাধ্যায় যুবক- যুবতিদের নিজেদের উন্নতি সাধনের মাধ্যমে সামাজিক উন্নয়ণে নিজেদের নিয়জিত করে রাষ্ট্রগঠনের কাজে এগিয়ে আসতে বলেন।প্রশিক্ষণ শিবিরটি পরিচালনা করতে সক্রিয়ভাবে সাহায্য করেন এন. এস. এস( ইউনিট ৩) এর প্রোগ্রাম অফিসার সুদীপ্ত ঘোষ।






